ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইভান হত্যা: আরও এক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মে ১৩, ২০২৩
ইভান হত্যা: আরও এক আসামি গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় এলাকায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র আসকার বিন তারেক প্রকাশ ইভান হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি অনিক দে অন্তু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (১২ মে) দিবাগত রাতে হেমসেন লেইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

  

গ্রেফতার অনিক আনোয়ারর ঘনপুকুর অবিনাশ বাবুর বাড়ির রাখাল হরি দে এর ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ইভান হত্যা মামলার অনিক নামে এক আসামিকে শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে হেমসেন লেইন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৩ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। হত্যায় জড়িত আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।  

প্রসঙ্গত, ২০২২ সালের ২২ এপ্রিল রাতে নগরের চেরাগী পাহাড় সংলগ্ন রাজাপুকুর লেইনের দয়াময়ী ভবনের সামনে ছুরিকাঘাতে ইভান (১৮) খুন হন। ইভান বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাসা এনায়েত বাজারে। এ ঘটনায় ইভানের বাবা এস এম তারেক বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ১৩, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।