চট্টগ্রাম: ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে ৭ হাজার পুলিশ সদস্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সিএমপির সদরদফতরে চালু করা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।
শনিবার (১৩ মে) বিকেলে এই তথ্য জানিয়েছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটকে দুর্যোগ মোকাবেলার জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে কৃষ্ণ পদ রায় বলেন, ‘মোখা’ সংক্রান্ত দুর্যোগকালীন যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭ হাজার অফিসার-ফোর্স প্রস্তুত আছে।
এদিকে এডিসি (ক্রাইম) মো. জাহাঙ্গীরের নেতৃত্বে ২৪ ঘন্টা নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে সিএমপি। ঘূর্ণিঝড় সংক্রান্ত নগরবাসীর ফোন রিসিভ করবে এবং সেই অনুযায়ী তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করবে।
নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর সমূহ-০১৬৭৬১২৩৪৫৬, ০১৩২০০৫৭৯৮৮, ৬৩০৩৫২, ৬৩০৩৭৫ ও ৬৩৯০২২।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মে ১৩, ২০২২
এমআই/টিসি