চট্টগ্রাম: নগরের পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নিতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
শনিবার (১৩ মে) বিকেলে আকবর শাহ থানার ফিরোজ শাহ কৈবল্যধাম সংলগ্ন ফয়েজ লেক ঝিল এলাকায় অভিযান চালিয়ে শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়া হয়।
এলাকায় বসবাসকারীদের অপসারণ অভিযান; আকবর শাহ থানাধীন ফয়েক লেক সংলগ্ন ঝিল এলাকা থেকে দেড় শতাধিক পরিবারকে অপসারণ
অভিযান পরিচালনা করেন আরডিসি নু এমং মং মারমা, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ, চাঁন্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, ও আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী।
এদিকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা লোকজনকে অপসারণ কার্যক্রম পরিদর্শেনে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এমআর/টিসি