চট্টগ্রাম: দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে জলোচ্ছ্বাসের আশঙ্কায় আড়তের মুখে দেয়াল দিচ্ছেন ব্যবসায়ীরা।
রোববার (১৪ মে) সকাল সাড়ে নয়টায় মেসার্স সবুজ স্টোরের সামনে ইট-সিমেন্টের দেয়াল দিতে দেখা যায়।
আড়তটির মালিক প্রিয়তোষ চৌধুরী বাংলানিউজকে বলেন, ১৮ বছর ধরে এখানে ব্যবসা করছি। জলোচ্ছ্বাসের ক্ষতি কমাতে আড়তের মুখে দেয়াল দিচ্ছি।
তিনি জানান, ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় চাক্তাই ছিলাম। তখন এক কোমর পানি ছিল সড়কের ওপর। অনেকে আগের দেওয়া দেয়াল আরও উঁচু করছেন।
সরেজমিন দেখা গেছে, কিছু পেঁয়াজ বিক্রি হচ্ছে বিভিন্ন আড়তে। ছোট আকারের দেশি পেঁয়াজ ৬০-৬৫ টাকা বিক্রি হচ্ছে আড়তে।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমও গুদামের মুখে পানি প্রতিরোধক দেয়াল দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এআর/টিসি