ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টেকনাফে থেমেছে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব  

স্টাফ করেসপন্ডেন্ট (টেকনাফ থেকে)  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মে ১৪, ২০২৩
টেকনাফে থেমেছে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব   ছবি: উজ্জ্বল ধর

কক্সবাজার: অতিপ্রবল ঘূর্ণিঝগ মোখার তাণ্ডব থেমে গেছে। রোববার (১৪ মে) বিকেলে পৌনে ছয়টার দিকে বৃষ্টি ও দমকা হাওয়া থেমে গেছে।

তবুও এখনো আকাশ মেঘাচ্ছন্ন, হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

এর আগে রোববার (১৪ মে) দুপুর সোয়া একটার দিকে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব শুরু হয়।

এর আগেও সকাল সোয়া নয়টার দিকে টেকনাফ উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বেড়েছে দমকা হাওয়া।

এদিকে, ঘূর্ণিঝড় মোখার তান্ডবে বেশকিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও টেকনাফ পৌরসভার চিতাখোলা এলাকায়, বিজিবি ক্যাম্পে, সাব্রুম রোড, থানার সামনেসহ একাধিক সড়কে গাছ ভেঙে পড়ে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজার জেলার কন্ট্রোল দায়িত্বে থাকা সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুসুদ্দি বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সড়কে গাছ ভেঙে পড়েছে, সেইগুলা সরিয়ে নেওয়া হচ্ছে। কক্সবাজার জেলায় এখনো পর্যন্ত কোনো ধরনের আহত ও নিহত কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ১৪, ২০২২ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।