ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পিএসডিইবির ঈদ পুনর্মিলনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ১৪, ২০২৩
পিএসডিইবির ঈদ পুনর্মিলনী

চট্টগ্রাম: প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (পিএসডিইবি) ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১৪ মে) সকালে নগরের লাভ লেইনের একটি হলে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেওয়ান মাকসুদ।

এতে সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক প্রকৌশলী জসীম উদ্দীন এবং সঞ্চালনা করেন উদযাপন পরিষদের সদস্য সচিব ইমাম উদ্দিন মিজান।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ও প্রকৌশলী স্বপন বড়ুয়া চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ প্রকৌশলী নুরুল কবির।

এছাড়া সংবর্ধিত অতিথি ছিলেন প্রকৌশলী জুয়েল বড়ুয়া, প্রকৌশলী তানবীর ইসলাম জীবন, প্রকৌশলী  বিপ্লব দে। বিশেষ অতিথি ছিলেন জেলা আইডিইবি সভাপতি প্রকৌশলী নেসার উদ্দিন, সিডিএর নগর পরিকল্পনা কর্মকর্তা প্রকৌশলী আবেদুর রহমান খান, ফোর্টিজ গ্রুপের ডিজিএম আব্দুল কুদ্দুস, পিএসডিইবি এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী এনামুল হক সাগর, বিশিষ্ট ব্যবসায় ও সমাজসেবক ওয়াদুল হক মনির।

এতে আরো বক্তব্য দেন আইডিইবি চট্টগ্রামের জনসংযোগ ও প্রচার প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুর রহমান, প্রকৌশলী শাহিন চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ তোহা, প্রকৌশলী আবু সালেহ বাপ্পী, প্রকৌশলী মির্জা রবিউল হোসেন নয়ন, কাউন্সিলর আনিসুর রহমান, প্রকৌশলী মহসিন উদ্দিন, প্রকৌশলী রাজিব চৌধুরী, প্রকৌশলী জসিম উদ্দিন, প্রকৌশলী রফিকুল ইসলাম, সৈকত বনিক, প্রকৌশলী সাফায়েত, মনির উদ্দীন সহ প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রকৌশলী মনির উদ্দিন, পবিত্র গীতা পাঠ করেন প্রকৌশলী দীপ্ত চক্রবর্তী ও ত্রিপিটক পাঠ করেন প্রকৌশলী অমিত বড়ুয়া।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।