ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি ১০ দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছে: শামীম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মে ১৫, ২০২৩
বিএনপি ১০ দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছে: শামীম ...

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিএনপি ১০ দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। তাই এসব কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।

 

সোমবার (১৫ মে) বিকেলে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আগামী ১৯ মে (শুক্রবার) সমাবেশের প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার পতনের সময়কাল যত এগিয়ে আসছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

সরকারের পতন ঘটিয়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সকল ধরনের ষড়যন্ত্রের জাল নস্যাৎ করে দেওয়া হবে।  
 
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও অ্যাডভোকেট শওকত উছমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গাফ্ফার চৌধুরী, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর ও আবু মো. নিপার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ১৫, ২০২২ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।