ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শেষ মুহূর্তে ১৫ মিনিট পেছাল চবির ভর্তি পরীক্ষা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মে ১৬, ২০২৩
শেষ মুহূর্তে ১৫ মিনিট পেছাল চবির ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ট্রেনের শিডিউল বিঘ্ন ঘটা এবং রাস্তায় প্রচণ্ড যানজটের কারণে যথাসময়ে পরীক্ষার হলে পৌঁছাতে পারছেন না ভর্তি পরীক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'এ' ইউনিটের পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে ভর্তি পরীক্ষা 

বুধবার (১৬ মে) বেলা ১১টার দিকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের সহযোগী সমন্বয়ক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান।

তিনি বলেন, নন্দীর হাটে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে শুনেছিলাম। বিষয়টি আমাদের জানিয়ে পরীক্ষা ১৫ মিনিট পরে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের দেরি হলেও পরীক্ষার হলে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

এছাড়া বড়দিঘির পাড় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত জ্যাম ছিলো পরীক্ষা শুরুর আগ পর্যন্ত। এতে করে কিছু শিক্ষক বাস এবং শিক্ষার্থীরা আসতে দেরি হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যান চলাচল বন্ধ থাকায় শেষ মুহূর্তে পরীক্ষার হলে প্রবেশের জন্য শিক্ষার্থীদের ছুটোছুটি করতে দেখা যায়।

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পরীক্ষার হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ১৫ মিনিট পরে পরীক্ষা শুরু হবে। একইভাবে বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠেয় দ্বিতীয় শিফটের পরীক্ষাও পিছিয়ে ৩টা ৪৫ মিনিটে শুরু হতে পারে।

প্রথম শিফটের পরীক্ষায় অংশ নেবেন ১৮ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী। চার শিফটে অনুষ্ঠিত হবে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা। ১৬ ও ১৭ মে অনুষ্ঠেয় 'এ' ইউনিটের পরীক্ষায় সর্বমোট অংশগ্রহণ করবেন ৭৪ হাজার ৬৫৯ জন ভর্তি পরীক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ৬২ জন।

প্রতিদিন সকালের শিফটের পরীক্ষা শুরু হবে সকাল ১১টায় এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে বিকেল সাড়ে ৩টায়। তবে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে পরীক্ষার ১ ঘণ্টা ১৫ মিনিট আগে। এ বছর ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরিন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সর্বমোট ২ লাখ ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায়। আসন প্রতি লড়বেন ৪১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।