চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপস্থিত ছিলেন ৭৯ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী।
শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক।
‘বি’ ইউনিটে ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৪২ হাজার ২৪৭ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৭৯ দশমিক ৭২ শতাংশ।
তিন শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথমদিন (বৃহস্পতিবার) সকালের শিফটে ১৭ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ৮১ দশমিক ৩৮ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ২৭৯ জন শিক্ষার্থী। বিকেলের শিফটে ১৭ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৪০০ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ৮১ দশমিক ৪২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ২৮৫ জন শিক্ষার্থী।
এছাড়া (শুক্রবার) তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষায় ১৭ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৩ হাজার ৫৭১ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৭৬ দশমিক ২৬ শতাংশ।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এমএ/পিডি/টিসি