ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মে ২০, ২০২৩
সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ...

চট্টগ্রাম: সীতাকুণ্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৯ মে) দিবাগত রাতে বার আউলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী উপ-পরিদশর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে বলেন, শুক্রবার রাতে বার আউলিয়া এলাকায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় এক ব্যক্তি আহত হয়।

সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এখনো পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মে ২০, ২০২৩
এমআই/ টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।