ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন চবির অধ্যাপক খসরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, মে ২১, ২০২৩
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন চবির অধ্যাপক খসরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. খসরুল আলম কুদ্দুছীকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

রোববার (২১ মে) মনোনয়ন পত্রটি গ্রহণের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন অধ্যাপক ড. খসরুল আলম কুদ্দুছী।  

এর আগে গত ৩ মে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এক চিঠিতে অধ্যাপক খসরুল আলমকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ১৭ এর ১ (ছ) উপ-ধারা অনুযায়ী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধি হিসেবে আপনাকে আগামী ২ বছরের জন্য কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হলো। ইউজিসির প্রত্যাশা, আপনার অনবদ্য ভূমিকা এবং সুযোগ্য নেতৃত্বে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়টি সঠিক ও বাস্তবমুখী দিক নির্দেশনা পেতে সক্ষম হবে।

চিঠিতে আরও বলা হয়, কমিশন মনোনীত সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে উক্ত বিশ্ববিদ্যালয়ের কোনো পূর্ণকালীন অথবা খন্ডকালীন শিক্ষক উপদেষ্টা হিসেবে কিংবা অন্য কোনো উপায়ে লাভজনক ভূমিকায় সম্পৃক্ত হওয়া যাবে না।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ২১, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।