ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নৌকা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক: এম এ সালাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, মে ২১, ২০২৩
নৌকা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক: এম এ সালাম ...

চট্টগ্রাম: উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক, নৌকা সমৃদ্ধির প্রতীক। নৌকায় ভোট দিয়েছেন বলেই বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ, বিধবারা ভাতা পায়, বয়স্করা ভাতা পায়।

নৌকায় ভোট দিয়েছেন বলেই জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন।  

রোববার (২১ মে) বিকেলে সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশনের পক্ষে সন্দ্বীপে বিভিন্ন পথ সভায় তিনি এসব কথা বলেন।

 

আসন্ন ২৫ মে নির্বাচনকে সামনে রেখে নৌকাকে বিজয়ী করতে এম এ সালাম নেতাকর্মীদের মাঠে নামার আহবান জানিয়ে বলেন, সন্দ্বীপের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় প্রতীক নৌকায় ভোট চাই। সামনে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন, প্রত্যকটি নির্বাচনে আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকা মানেই বছরে প্রথম দিনে বিনামূল্যে বই পাওয়া, নৌকা মানে মেট্রোরেলে করে সুখে ঘোরা, নৌকা মানে পদ্মাসেতু হয়ে এপার-ওপার কয়েক মিনিটে পার হওয়া। এটা সেই নৌকা, যে নৌকা মানুষকে সুখ দিয়েছে, শান্তি দিয়েছে। আওয়ামী লীগের যে প্রতীক নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু একাধিকবার দলকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, সেই নৌকায় থাকা মানেই মানুষের কল্যাণ।  

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বুদ্ধিমত্তা, ইন্টারনেট, ভার্চুয়াল বাস্তবতা, উদ্দীপিত বাস্তবতা, রোবোটিকস অ্যান্ড বিগ-ডাটা সমন্বিত ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে সরকার বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চায়।

আওয়ামী লীগ সরকার ২০০৮ সালের সাধারণ নির্বাচনে নির্বাচনী অঙ্গীকারে রূপকল্প-২০২১ ঘোষণা করেছিল, যার মূল লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশী জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। আওয়ামী লীগ সরকার ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কক্ষপথে উৎক্ষেপণ করেছে, যা সম্প্রচার ও টেলিযোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদনের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন শাহ, দেবাশীষ পালিত, পৌর সভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম,বাউরিয়া ইউনিয়ন চেয়ারম্যান জিল্লুর রহমান, মগধরা ইউনিয়ন চেয়ারম্যান এস.এম আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, হারামিয়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দীন, কালাপানিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, আজিমপুর ইউনিয়ন চেয়ারম্যান রকি, সারিকাইত ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, থানা যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান, যুবলীগের সাধারণ  সম্পাদক মাকসুদুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি  মাহমুদুল হাসান তুষার, ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান সুমন, সামীউদ দৌলা সীমান্ত  ও অনিক খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, মে ২১, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।