ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় অনুপস্থিত ১৫৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মে ২৩, ২০২৩
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় অনুপস্থিত ১৫৪ ...

চট্টগ্রাম: এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ১৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।  

মঙ্গলবার (২৩ মে) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ।

 

তিনি বলেন, ২১৬টি কেন্দ্রে ৩৩ হাজার ৩২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৩৩ হাজার ১৭৩ জন। এর মধ্যে চট্টগ্রামে ২৫ হাজার ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২৪ হাজার ৯১৪ জন।

অনুপস্থিত ১১০ জন। কক্সবাজার জেলায় ৪ হাজার ৫৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৪ হাজার ৫৩৩ জন এবং অনুপস্থিত ২৪ জন। রাঙামাটি জেলায় ১ হাজার ৫৮৩ জনের মধ্যে অংশ নেয় ১ হাজার ৫৭৬ জন। অনুপস্থিত ছিল ৭ জন। খাগড়াছড়ি জেলায় ১ হাজার ৫০০ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৪৮৮ জন এবং অনুপস্থিত ছিল ১২ জন। বান্দরবান জেলায় ৬৬৩ জনের মধ্যে অংশ নেয় ৬৬২ জন এবং অনুপস্থিত ১ জন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ২৩ , ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।