ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রোটারির পতাকা উড্ডীন করতে ভালো কাজে সঙ্গে থাকার অঙ্গীকার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মে ২৩, ২০২৩
রোটারির পতাকা উড্ডীন করতে ভালো কাজে সঙ্গে থাকার অঙ্গীকার ...

চট্টগ্রাম: বিশ্বব্যাপী রোটারির পতাকা উড্ডীন করতে সব ভালো কাজের সঙ্গে থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠিত রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২-এর গ্র্যান্ট ম্যানেজমেন্ট সেমিনার ও ডিস্ট্রিক ট্রেনিং অ্যাসেম্বলিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর প্রতিনিধিরা।

গত ১৯ মে সন্ধ্যায় সিলেটের স্টার প্যাসিফিক হোটেলের বলরুমে গ্র্যান্ট ম্যানেজমেন্ট সেমিনার এবং রোটারি ক্লাব অব সিলেট এরিয়ার আয়োজনে আমানউল্লাহ সেন্টারে ২০ মে দিনব্যাপী ডিস্ট্রিক্ট টেনিং অ্যাসেম্বলিতে (ডিটিএ) ক্লাবের স্টার প্রেসিডেন্ট ও পিপি চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, ক্লাব প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান নাসিমা আখতার, সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান লেখক-সাংবাদিক শওকত বাঙালি, ট্রেজারার রোটারিয়ান পিপি মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ, রোটারিয়ান মিজানুর রহমান, ব্যবসায়ী কেএম সাদুল্লা চিশতী প্রমুখ অংশ নেন।

 

অন্যদের মধ্যে ৩২৮২-এর ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ফার্স্টলেডি রোটারিয়ান সামিনা ইসলাম, ভাইস গভর্নর দিলনাশিন মহসিন, পিডিজি মীর আনিসুজ্জামান, পিডিজি সহিদ আহম্মেদ চৌধুরী, পিডিজি এবং ডিস্ট্রিক্ট ট্রেইনার ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ফয়সাল আহম্মেদ, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ডেজিগনেটেড ডা. মঈনুল ইসলাম মাহমুদসহ বিভিন্ন ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।

দু’দিনব্যাপী আয়োজন সু-সম্পন্ন হওয়ায় রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট প্রতিনিধিরা আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে সর্বক্ষেত্রে রোটারির সুনাম বৃদ্ধির পাশাপাশি একে অপরের সম্পর্কের ভিত্তি আরও মজবুত হবে।

অংশীদারিত্বের মাধ্যমে যথাযথ দায়িত্ব পালনে সচেষ্ট হবে ক্লাবগুলো।  

সেমিনারে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।