ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপ উপজেলা পরিষদের উপ-নির্বাচন বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মে ২৪, ২০২৩
সন্দ্বীপ উপজেলা পরিষদের উপ-নির্বাচন বৃহস্পতিবার ...

চট্টগ্রাম: সন্দ্বীপ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৫ মে)। নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন (নৌকা), মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর সন্দ্বীপ উপজেলার প্রধান ও সাবেক পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (আনারস), জাসদ মনোনীত বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাহমুদ (মশাল) ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল (দোয়াত কলম)।  

এদিকে আনারস প্রতীককে সমর্থন দিয়ে মশাল ও দোয়াত কলম প্রতীকের প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

ফলে নির্বাচনে লড়াই হবে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থীর মধ্যে।

১৫টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সন্দ্বীপ উপজেলার মোট ৮৬টি কেন্দ্রের ৫৭২টি বুথে ১ লাখ ২১ হাজার ৭৩৫ জন পুরুষ এবং ১ লাখ ১৭ হাজার ৮৭৫ জন মহিলাসহ মোট ২ লাখ ৩৯ হাজার ৬১০ জন ভোটার ভোট প্রদান করবেন।  

জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও সন্দ্বীপ উপজেলা উপনির্বাচনের রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন কমিশন ও প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। ৭ জন ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্টগার্ড, র‌্যাবসহ সাত শতাধিক ফোর্স মোতায়েন থাকবে ভোটকেন্দ্রে। বুধবার (২৪ মে) ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ব্যালট ছাড়া নির্বাচনী সরঞ্জাম নিয়ে স্ব-স্ব কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। তবে নিরাপত্তার স্বার্থে রাতের পরিবর্তে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ২৪, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।