চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: দীর্ঘ এক যুগ পর নতুন বছরে তিন দিনব্যাপী প্রকাশনা উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। উৎসবে শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো ছাত্রশিবিরের নতুন বছরের 'জুলাই অভ্যুত্থানে' মোড়ানো ক্যালেন্ডারে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন চবি ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।
উৎসবে ছাত্রশিবিরের নিজস্ব প্রকাশনা আইসিএস পাবলিকেশন প্রকাশিত জুলাই অভ্যুত্থানকে ঘিরে তৈরি নতুন বছরের বিভিন্ন ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকার, চাবির রিং, বিষয় ভিত্তিক কুরআন-হাদিস, ছাত্রশিবিরের নিজস্ব সিলেবাসের বই, ইসলামিক এবং ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক বিভিন্ন বই বিক্রি হচ্ছে।
চবির মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহফুজ ফারিয়া বলেন, ক্যাম্পাসে আছি ৪ বছরের মতো। আগে রাজনৈতিক কোনো দলের এরকম সৃজনশীল আয়োজন দেখিনি। অন্যান্য বইমেলায় গেছি কিন্তু চবি ছাত্রশিবিরের আজকের আয়োজনটা ভিন্ন ছিলো। এখানের বইসহ অন্যান্য প্রকাশনা খুবই মানসম্মত মনে হয়েছে আমার কাছে। ছাত্রশিবিরের এমন কাজ প্রশংসনীয়। আশা করি তারা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।
চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, তিন দিনব্যাপী আয়োজনে আমরা যতটুকু ধারণা করেছিলাম, প্রথমদিনেই এর চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি। কেন্দ্র থেকে আমরা দেড় লাখ টাকার বিভিন্ন প্রকাশনা এনেছিলাম। এছাড়া আমাদের কাছে এক লাখ টাকার প্রকাশনা ছিলো। সবমিলিয়ে আড়াই লাখ টাকার প্রকাশনা নিয়ে আমরা এ উৎসব শুরু করেছিলাম। কিন্তু প্রথম দিনেই ৮০ শতাংশ প্রকাশনা বিক্রি হয়ে গেছে। তাই আগামী দুই দিনের জন্য নতুন করে ভাবতে হচ্ছে। এ ছাড়া অনেকেই স্টল বাড়ানোর কথা বলছে আমাদের। শিক্ষার্থীদের উপস্থিতি আমাদের ধারণার চেয়ে অনেক বেশি।
চবি ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, দীর্ঘদিন পরে আমরা ক্যাম্পাসে প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছি। প্রকাশনা উৎসব ঘিরে শিক্ষার্থীদের আগ্রহ আমাদের অবাক করেছে। আমরা বিশ্বাস করি আমাদের সৃজনশীল, গবেষণাধর্মী এসব আয়োজন ও প্রকাশনীর মাধ্যমে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির সুন্দর দিকটিও দেখতে পাবে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এমএ/টিসি