ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আইন কর্মকর্তাদের সমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, মে ২৪, ২০২৩
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আইন কর্মকর্তাদের সমাবেশ ...

চট্টগ্রাম: জেলা সরকারি আইন কর্মকর্তাদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২৪ মে) জেলা পিপি অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন  জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বজলুর রশিদ মিন্টু, মহানগর পিপি আব্দুর রশিদ, জেলা পিপির প্রতিনিধি ও অতিরিক্ত পিপি ফখরুদ্দীন জাবেদ, বিশেষ পিপি নিখিল কান্তি নাথ, অতিরিক্ত পিপি মোস্তাফিজুর রহমান।

সভা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাড. আজাহারুল হক।  

শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আইনের শাসন বলবৎ থাকা অবস্থায় গণতান্ত্রিক দেশে দেশের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া গভীর ষড়যন্ত্রের একটি অংশ।

যে হুমকি দিয়েছে সে খুনের পরিকল্পনাকারীদের প্রতিনিধি। এই ষড়যন্ত্রের হোতা ও মদদদাতাদের সন্ত্রাস দমন আইনের আওতায় এনে বিচার নিষ্পত্তির দাবি করছি।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ২৪, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।