ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ...

চট্টগ্রাম: অবৈধ সম্পদ উপার্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রেশমা আক্তার নামে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।  

মঙ্গলবার (১৩ জুন) দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা সমন্বিত-১ কার্যালয়ে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মাহমুদা আক্তার।

রেশমা আক্তার (৪৩), মিরসরাই উপজেলার ফকিরহাট এলাকার রেজাউল করিম হায়দারের স্ত্রী। তিনি নগরের পাহাড়তলী দক্ষিণ কাট্টলী হালিশহর হাউজিং এস্টেট এলাকায় বসবাস করেন।

তিনি বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের ক্যাশ অফিসার হিসেবে কর্মরত।   

মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর ইনচার্জ ও উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত।

তিনি বলেন, ২০১৯ সালের ১৫ মার্চ রেশমা আক্তার দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। সেখানে ২৪ লাখ ৩৭ হাজার টাকা অবৈধ উপার্জন করেছেন বলে প্রতীয়মান হয়। এ ছাড়া সম্পদ গোপন করেছে ৭ লাখ ৮৬ হাজার টাকার।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।