চট্টগ্রাম: নতুন রূপে সাজানো ‘বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন তাঁর পুত্র চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
শনিবার (২৪ জুন) রাত সাড়ে ৮টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সৌজন্যে নির্মিত এই স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করা হয়।
উদ্বোধনকালে চন্দনাইশ ও সাতকানিয়া (আংশিক) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদার, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কর্ণফুলী শাখার ম্যনেজার জসিম উদ্দীন আমজাদী, আনোয়ারা হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিন, বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ এবং কর্ণফুলী উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন ইউনিয়ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু বলেন, দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম কর্ণফুলী তৃতীয় সেতু।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্ণফুলী উপজেলা শাখার ব্যবস্থাপক জসিম উদ্দীন আমজাদী বলেন, এই স্মৃতিস্তম্ভটি নির্মাণে ইউসিবি ব্যাংকের হেড অফিস অর্থায়ন করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ও স্থাপত্য বিদ্যার শিক্ষার্থীরা এটি নির্মাণে সময় ব্যয় করেছেন।
শহরের প্রবেশদ্বার মইজ্জ্যারটেক চত্বরের সৌন্দর্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন করায় কর্ণফুলী উপজেলার মানুষ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করেছেন।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এসি/টিসি