চট্টগ্রাম: পরিবার-পরিজনদের ছাড়া ঈদের আনন্দ অর্থহীন। তাই উপলব্ধি'র কচিকাঁচারা অপেক্ষায় ছিলো তাদের প্রিয় মানুষ, তারা যাঁকে বাবা ডাকে, সেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের জন্য।
বৃহস্পতিবার (২৯ জুন) নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় অবস্থিত 'উপলব্ধি' শিশু নিবাসের পরিবার বঞ্চিত শিশুদের সঙ্গে এভাবেই ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।
এ সময় সেখানে সিএমপির উপ পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং 'উপলব্ধি'র সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাজসেবামূলক একটি অরাজনৈতিক মানবিক প্রতিষ্ঠান 'উপলব্ধি'। হারিয়ে যাওয়া, স্বজনহীন, অসহায়, ঠিকানাবিহীন ভাসমান কন্যা শিশুদের নিয়ে কাজ করে থাকে এই প্রতিষ্ঠানটি। শুধু লেখাপড়া নয়, এখানকার শিশুরা খেলাধুলা, নাচ, গান, চিত্রাংকন, আবৃত্তি, বিতর্ক বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
পিডি/টিসি