চট্টগ্রাম: বাঁশখালীতে রাশেদা বেগম (৫০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি বৈলছড়ি ইউনিয়নের নুরুল ইসলামের স্ত্রী।
রোববার (৯ জুলাই) রাতে খবর পেয়ে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, একদিন আগে বাসায় গলা কেটে ওই নারীকে হত্যা করা হয়। তিনি তখন বাসায় একাই ছিলেন। ধারণা করা হচ্ছে, সম্পত্তির দ্বন্দ্বে নিহতের পরিচিত কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
বাঁশখালী থানার উপপরিদর্শক রাজিব চন্দ্র পোদ্দার বাংলানিউজকে বলেন, রাশেদা বেগম নামের ওই মহিলার দুই মেয়ে রয়েছে। দুজনকেই বিয়ে দিয়েছেন। তারা শ্বশুরবাড়িতে থাকেন। আর স্বামী শহরে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেন। তাই তিনি একাই বাড়িতে ছিলেন। সর্বশেষ শনিবার রাত নয়টার দিকে তার সঙ্গে স্বজনদের ফোনে কথা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা ধারণা করছি, শনিবার রাতেই তাকে সম্পত্তির বিষয় নিয়ে গলা কেটে হত্যা করে থাকতে পারে। বাসার দরজা খোলা ছিল। প্রতিবেশীদের বাড়ি একটু দূরে হওয়ায় শনিবার রাত থেকে রোববার দিনভর কেউ বিষয়টা খেয়াল করেনি। রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি৷ মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
বিই/টিসি