ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফিনলে পাম স্প্রিং বিক্রয় উৎসব শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
ফিনলে পাম স্প্রিং বিক্রয় উৎসব শুরু ...

চট্টগ্রাম: কোলাহলমুক্ত নিরাপদ পরিবেশ হোক আপনার সুখের নিবাস। এরকম একদিকে পুকুর আর অন্যদিকে সবুজে ঘেরা দূষণমুক্ত এক নিরাপদ পরিবেশে গড়ে উঠছে ফিনলে পাম স্প্রিং আবাসিক ভবন।

১৩৮০ থেকে ১৫০০ বর্গফুটের ৩ বেডের অ্যাপার্টমেন্ট হলেও ভেতরে ঢুকলে আপনার মনে হবে প্রায় ২০০০ বর্গফুটের এপার্টমেন্টের মতো। অ্যাপার্টমেন্টে রয়েছে সুনিপুণ লে আউট এবং প্রতিটি রুমের ক্রস ভ্যানটিলেশন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে ফিনলে পাম স্প্রিং বিক্রয় উৎসবের উদ্বোধন করেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু। আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ল্যান্ডওনার মোরশেদুল আলম ববি, কাস্টমার ইঞ্জিনিয়ার মিজবাহুর রহমান, মো. নুরুল বাশার চৌধুরী, আলী আকবর, ইঞ্জিনিয়ার হাসনাতুজ্জামান, আইয়ুব খান এবং মেলায় অংশগ্রহণকারী ব্যাংকের প্রতিনিধি ও ফিনলে প্রপার্টিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

সিডিএ অনুমোদিত এয়াকুব ফিউচার পার্ক হাউজিং এ ফিনলে পাম স্প্রিং প্রকল্পটিতে অন্যান্য সুবিধা সমুহের মধ্যে থাকছে বাচ্চাদের খেলাধুলার জন্য কিডস প্লেয়িং এবং কেয়ার জোন, সকলের স্বাস্থ্য সুরক্ষায় জিমনেশিয়াম, মানসিক ও আত্মিক বিকাশে নামাজের স্থান, চিত্ত বিনোদনে বসার ব্যবস্থা সহ ছাদ বাগান ও বার বি কিউ জোন। উন্নত যোগাযোগ ব্যবস্থায় বন্যা ও জলাবদ্ধতামুক্ত ফিনলে পাম স্প্রিং প্রকল্পে সার্বক্ষণিক বিদ্যুৎ ও পানির সুব্যবস্থা।

বিক্রয় উৎসব ২০ থেকে ২৩ জুলাই প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।  

প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ আলম বলেন, প্রতিষ্ঠার পর থেকে ফিনলে প্রপার্টিজ লিমিটেড পরিবেশ সহায়ক ও গ্রাহক বান্ধব প্রকল্প নির্মাণ ও উন্নয়নে অঙ্গীকারবদ্ধ এবং তার বাস্তবায়নে দৃঢ় ও নিবেদিত থেকেছে। পরিশেষে তিনি ফিনলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

ফিনলে প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু বলেন, এ পর্যন্ত ফিনলের হস্তান্তর করা প্রকল্পগুলোতে আবাসিক ও বানিজ্যিক গ্রাহকদের নিকট উন্নত প্রকল্পমান ও ব্যবস্থাপনার সুনিপুণ উদাহরণ প্রতিষ্ঠা করতে পেরেছি।  

গ্রাহকদের উৎসাহ ও পরামর্শে ভবিষ্যৎ প্রকল্প গুলোতেও এর প্রতিফলন থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন এবং প্রতিষ্ঠার শুরু থেকে এই পর্যন্ত ফিনলে প্রপার্টিজ লিমিটেড যেভাবে সবার সমর্থন এবং সহযোগিতা পেয়েছে তার জন্য সকল গ্রাহক, ল্যান্ডওনার, ব্যবসায়ীক পার্টনার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।  

ফিনলের এই বিক্রয় উৎসবে প্রতিটি বুকিং এ থাকছে বিশেষ উপহার।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।