ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে বার্ষিক ইনডোর গেমস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
সিআইইউতে বার্ষিক ইনডোর গেমস অনুষ্ঠিত

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সৃজনশীলতা, কল্পনাশক্তি এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতে অনুষ্ঠিত হল বার্ষিক ইনডোর গেমস।

সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের স্টুডেন্টস সেন্টারে স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ইংলিশ ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে।

 

এতে প্রধান অতিথি ছিলেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।  

এই সময় তিনি বলেন, যে কোনো ধরনের খেলাধুলার আয়োজন মানেই নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টা করা।

আমাদের তরুণ প্রজন্ম সবসময় ভবিষ্যৎ বাংলাদেশকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখে।  

এই ধরনের আয়োজন থেকে তাদের ভেতর ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং ভালো নেতৃত্বের গুণ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

সিআইইউর ইংলিশ ক্লাবের মডারেটর এবং লেকচারার উম্মে হানি পিংকির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী ডিন সার্মেন রড্রিক্স, ইংরেজি বিভাগের চেয়ারম্যান লিমা সেনগুপ্ত, সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, ইংলিশ ক্লাবের সভাপতি আকিবুর রহমান চৌধুরী, সহ সাধারণ সম্পাদক জিনান সারওয়াত প্রমুখ।  

প্রতিযোগিতার বিভিন্ন পর্বে হাড্ডাহাড্ডি লড়াই শেষে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন: টেবিল টেনিসে চ্যাম্পিয়ন-ইয়ামিন এবং নুসরাত, রানার আপ-তাশফিক এবং দৌলা, লুডুতে চ্যাম্পিয়ন অতশী এবং শায়ানা, রানার আপ জাওয়াদ এবং রাইয়ান, ক্যারামে চ্যাম্পিয়ন- মাশফি, মাহিয়ুর, ঐশী এবং মাহিনুর, রানার আপ- আবীর, সামির, বর্ষা এবং ফারদিন। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের অংশগ্রহণ আয়োজনে অন্য রকম মাত্রা ছড়িয়ে দেয়।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।