চট্টগ্রাম: দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে মডেল ইউনাইটেড ন্যাশন্স (ছায়া জাতিসংঘ) বিষয়ক কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) অডিটোরিয়ামে কর্মশালা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এস এম নছরুল কদির।
এসময় তিনি বলেন, আমরা ছোটবেলায় এই সুযোগগুলো পাইনি, কিন্তু তোমরা ভাগ্যবান। এটি তোমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়।
চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার সার্ভিসের পরিচালক রুমা দাশ বলেন, আগামীর বিশ্ব তরুণ প্রজন্মের হাতে গড়ে উঠবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। উন্নত সমৃদ্ধ পৃথিবী গড়তে দরকার সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ। তোমাদের হাত ধরে বৈষম্যহীন সমাজ, শান্তি ও সমতার বিশ্ব গড়ে উঠবে।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, সাউথ ইস্ট ব্যাংকের আঞ্চলিক প্রধান রাশেদুল আমিন রাশেদ, মুজিবুল হক, দৃষ্টি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার ও সিইউমুনার সাংগঠনিক সম্পাদক রেহেনুমা তাবাসসুম। কর্মশালায় চট্টগ্রাম মহানগরীর ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রসঙ্গত, মডেল ইউনাইটেড ন্যাশন্স বা ছায়া জাতিসংঘ সম্মেলন মূল জাতিসংঘ অধিবেশনের আদলে অনুষ্ঠিত হয়। যেখানে শিক্ষার্থীরা ছাত্রাবস্থায় কূটনৈতিক জ্ঞান ও আচরণ, রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব, দূতিয়ালি যোগাযোগ, প্রতিনিধিত্বমূলক উপস্থাপনার ওপর ধারণা লাভ করতে সক্ষম হয়। কর্মশালায় বিশ্বব্যাপী বহুল চর্চিত মডেল ইউনাইটেড ন্যাশন্সে একটি দেশকে প্রতিনিধিত্ব করার নিয়ম এবং জাতিসংঘে কূটনৈতিক আচরণ ও কার্যকলাপের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এমআই/টিসি