ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ওমানে আর ফেরা হলো না সাজ্জাদের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
ওমানে আর ফেরা হলো না সাজ্জাদের  ...

চট্টগ্রাম: দীর্ঘদিন ওমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে টাকা জমা করেন আব্দুল্লাহ রহিম সাজ্জাদ। সেই টাকায় বাড়ি করার স্বপ্ন দেখেছিলেন।

স্বপ্নের বাড়ি নির্মাণ করতে দেশে আসেন তিনি। পরিকল্পনা মতো নির্মাণ কাজও শুরু করেছিলেন।
এটিই যেন কাল হলো সাজ্জাদের। নির্মাণাধীন ভবনের কাজের জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মানছিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার প্রবাসী আবদুল কুদ্দুস কাজলের ছেলে।  

কদলপুর ইউপির ৮ নম্বর ওযার্ডের সদস্য আবছার মুরাদ বাবুল বাংলানিউজকে বলেন, সাজ্জাদ ওমানে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বাড়ি নির্মাণের জন্য গত ৪ মাস আগে ওমান থেকে দেশে  আসেন, আগামী ৮ আগস্ট ওমানে চলে যাওয়ার কথা ছিল সাজ্জাদের। কিন্তু আর ফেরা হলো না তাঁর।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।