ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে বিরল প্রজাতির হনুমান উদ্ধার, পাচারকারীকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
চন্দনাইশে বিরল প্রজাতির হনুমান উদ্ধার, পাচারকারীকে কারাদণ্ড ....

চট্টগ্রাম: চন্দনাইশ থেকে মহাবিপন্ন বিরল প্রজাতির একটি চশমা পরা হনুমান উদ্ধার করেছে পুলিশ। এটি পাচারের দায়ে বাস চালক মো: জসীম উদ্দীনকে (৪০) দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরের দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে বাসের ব্যাটারি বক্সের ভিতর থেকে হনুমানটি উদ্ধার করে।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালক মো. জসীম উদ্দীনকে দুই মাসের কারাদণ্ড দেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, বাসের বক্সের ভেতর করে হনুমানটি ঢাকায় নেওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে আমরা তল্লাশি করে চশমা পরা হনুমানটি উদ্ধার করেছি। মোবাইল কোর্টের মাধ্যমে ওই পাচারকারীকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া বনবিভাগের মাধ্যমে হনুমানটি চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।