চট্টগ্রাম: ফটিকছড়ির ভূজপুর থানার শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউসুফ সর্দারকে দীর্ঘ ৬ বছর পর নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
ইউসুফ সর্দারকে ২ আগস্ট নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করলেও গণমাধ্যমকে শুক্রবার (৪ আগস্ট) এ তথ্য দেওয়া হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, মামলার বাদী হালিমা বেগম এবং আসামি মো. ইউসুফ সর্দার (৬০) প্রতিবেশী। হালিমা বেগম ২০১৬ সালের ৩১ ডিসেম্বর স্বামী ও তিন সন্তানকে বাড়িতে রেখে তার বাবার বাড়ি বেড়াতে যান।
তিনি আরও জানান, পরে তার মা বাদী হয়ে আসামি মো. ইউসুফ সর্দারের বিরুদ্ধে ভূজপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে মো. ইউসুফ সর্দার গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
মো. ইউসুফ সর্দারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
বিই/এসি/টিসি