ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লেবু আনতে গিয়ে হাতির আক্রমণে আহত বাকপ্রতিবন্ধী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
লেবু আনতে গিয়ে হাতির আক্রমণে আহত বাকপ্রতিবন্ধী

চট্টগ্রাম: লেবু আনতে গিয়ে হাতির আক্রমণে মো. সাইফুদ্দিন (৩০) নামের এক বাক-প্রতিবন্ধী গুরুতর আহত হয়েছে।  

শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় বোয়ালখালীর করলডেঙ্গা ইউনিয়নের মইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

মো. সাইফুদ্দিন করলডেঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ করলডেঙ্গা এলাকার বখতিয়ার পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।  

আহতের ভাই মো. ইমরান বাংলানিউজকে বলেন, শনিবার সকালে করলডেঙ্গার পাহাড়ি এলাকায় লেবু আনতে যায় সাইফুদ্দিন।

সেখানে হাতির আক্রমণে আহত হয়। পরে তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হামিদুল হক মান্নান বাংলানিউজকে জানান, পাহাড়ে কাজ করার জন্য গেলে হাতির আক্রমণের শিকার হয়েছে বলে শুনেছি। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩ 
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।