চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৮২ জন। এ নিয়ে চলতি মাসের প্রথম ৫ দিনে হাজার ৫২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৮২ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১২০ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬২ জন রোগী।
এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৯০ জন। এর মধ্যে চলতি গত জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ২ হাজার ৩১১ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসেই মারা গেছেন ১৬ জন।
ডেঙ্গু নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এমআর/টিসি