চট্টগ্রাম: গ্রাহকের ২ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতির মামলায় ইস্টার্ন ব্যাংকের চান্দগাঁও শাখার তৎকালীন ব্যবস্থাপক ইফতেখার কবিরসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৬ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুনসী আবদুল মজিদের আদালত এই রায় দেন।
আদালতে মামলার নথি থেকে জানা যায়, ইস্টার্ন ব্যাংকের চান্দগাঁও শাখার সাবেক ব্যবস্থাপক ইফতেখার কবির ২০১৫ সালে নগরের চান্দগাঁও বাসিন্দা সালাউদ্দিন নামের এক গ্রাহকের কাছ থেকে এফডিআর রাখার নামে প্রতারণার মাধ্যমে তাঁর কাছ থেকে কয়েকটি চেকে ও অ্যাকাউন্ট ট্রান্সফার ফরমে সই নিয়ে নেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমদে লাভলু বাংলানিউজকে বলেন, দুদকের মামলায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ওই ব্যাংকের সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ব্যবস্থাপক ইফতেখার কবিরকে ৫৪ বছর কারাদণ্ড ও ১ কোটি ৭২ লাখ টাকা জরিমানা, তার সহযোগী লাবিবা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী জাকির হোসেনকে ১১ বছরের কারাদণ্ড ও ৭৫ লাখ টাকা জরিমানা, জুলেখা ট্রেড ইন্টারন্যাশনালের আবদুল মাবুদকে সাড়ে ৬ বছরের কারাদণ্ড ও ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, মাহমুদ হাসানকে সাড়ে ৭ বছরের কারাদণ্ড ও ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং আজম চৌধুরীকে সাড়ে ৬ বছরের কারাদণ্ড ও ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। রায় ঘোষণার সময় ৫ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এমআই/পিডি/টিসি