ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উইকন জেএম সাউথ লন প্রকল্পের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
উইকন জেএম সাউথ লন প্রকল্পের উদ্বোধন

চট্টগ্রাম: নগরের অভিজাত আবাসিক এলাকা আমিরবাগে গ্রাউন্ড ব্রেকিংয়ের মধ্যে দিয়ে শুরু হলো উইকন প্রপার্টিজের আবাসন প্রকল্প ‘উইকন জেএম সাউথ লন’ প্রকল্পের কাজ।  

সোমবার (৭ আগস্ট) আমিরবাগ আবাসিক এলাকার ১ নং সড়কে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্যে দিয়ে ১২ তলা বিশিষ্ট এই আবাসন প্রকল্পটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ল্যান্ড ওনার ডা. জাহানারা বেগম, ডা. খোদেজা পারভীন, ডা. ফাতেমা পারভীন, আবদুল্লাহ মঈনুদ্দিন, ডা. মো. তাসলিম উদ্দীন, ডা. শাহরিয়ার কবির খান, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দীন,  আবাসিক এলাকার প্রেসিডেন্ট মো. লোকমান, ম্যাক্স হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. আবুল কাশেম মাসুদ, প্রজেক্টের ক্লায়েন্টস ডা. তৌহিদুল আনোয়ার খান, সিরাজুল মনোয়ার, মো. শরীফুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন পিটুপি এবং উইকন চেয়ারম্যান সাদমান সাঈকা সেফা, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক মোস্তফা আমিনুল ইসলাম, পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাহিম, পরিচালক স্থপতি রতন মন্ডল, পরিচালক প্রকৌশলী মোহাম্মদ নাজিম উদ্দিন খান, হেড অব বিজনেস অপারেশন এন্ড ডেভলপমেন্ট নাজমুল বিন আবেদীন, সিটিও দেবাশীষ পাল, উইকন ডিজিএম মোহাম্মদ মনিরুজ্জামান শাকিল, উইকন এজিএম মোহাম্মদ মাসুদ চৌধুরী প্রমুখ।

উইকন প্রপার্টিজের পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার জানান, চট্টগ্রামে আধুনিক এবং নান্দনিক স্থাপত্যশৈলীর আবাসন নির্মাণ এবং দ্রুত সময়ে ঝামেলাহীন অ্যাপার্টমেন্ট ক্রেতাদের হাতে তুলে দিতেই উইকন প্রপার্টিজ যাত্রা শুরু করে। উইকন এক ছাদের নিচে নিয়ে এসেছে প্ল্যানিং ডিজাইন, ফার্স্ট কনস্ট্রাকশন এন্ড ফিনিশিং ম্যাটেরিয়ালস, ইনহাউজ আর্কিটেক্ট কনস্ট্রাকশন টিম, ইন্টেরিয়র সলিওশনসহ আবাসন শিল্পের যাবতীয় সবকিছুই। নিজস্ব ডিজাইন টিম থাকায় আমরা দিতে পারছি অ্যামেইজিং ফ্লোর লে-আউট। সর্বোত্তম উপায়ে ডিজাইন করার কারণে থাকছে না কোনো হিডেন স্কয়ারফিট। এর প্রেক্ষিতে ভূমি মালিকরা আমাদের উপর আস্থা রাখেন বিশ্বাসের সাথে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।