চট্টগ্রাম: নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের ছাত্রীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘বেগম ফজিলাতুন নেছা আমার মা’ বইটি উপহার দেওয়া হয়েছে।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবদুর রশিদ লোকমানের সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রফসর তাহমিনা আক্তার নূর বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব একজন সৎ, ধৈর্যশীল এবং সাহসী নারী ছিলেন। মহান স্বাধীনতা সংগ্রামে তিনি বঙ্গবন্ধুর সাহচর্যে থেকে এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারান্তরীন থাকাকালেও আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। একটি মুক্ত, স্বাধীন বাংলাদেশ গঠনে উনার ভূমিকা ছিল অপরিসীম। একজন নারী হিসেবে উনার সাহসী ভূমিকা আমাদের গর্বিত করে। নারী সমাজসহ সবার উচিত উনার জীবন থেকে শিক্ষা নিয়ে সেই আলোকে নিজেদের জীবন গড়ে তোলা।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
এআর/টিসি