চট্টগ্রাম: টানা বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানিতে ডুবে যাওয়ায় এখনও স্বাভাবিক হয়নি যান চলাচল। মহাসড়কের অন্তত ৪টি স্থানে তৈরি হয়েছে যানজট।
বুধবার (৯ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত পরিস্থিতির উন্নতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, চন্দনাইশের জোয়ারা খানহাট থেকে গাছবাড়িয়া পর্যন্ত আটকে পড়েছে শতাধিক যানবাহন। এছাড়া বাগিচারহাট, দোহাজারী, সাতকানিয়া মৌলভীর দোকান, কেরানীর হাট বাসস্ট্যান্ড পর্যন্ত রয়েছে তীব্র যানজট। অন্যদিকে কেরানীরহাট থেকে বান্দরবান সড়কের বাজালিয়া এলাকায়ও যানজট দেখা দিয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে, দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়ায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে বন্যার পানিতে। তিনদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা।
চন্দনাইশের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চন্দনাইশের হাশিমপুর, দোহাজারী, কেরানীহাটসহ বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন। তাই যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এমআর/এসি/টিসি