চট্টগ্রাম: ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা ৫০ নম্বরে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা।
বুধবার (৯ আগস্ট) দুপুর থেকে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আড়াই বছর সময় নিয়ে ৫০ নম্বরের পরীক্ষা দিয়েছে।
তারা আরও বলেন, চেয়ারম্যান স্যার আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। স্যার আমাদের আশ্বাস দেওয়ায় আমরা বিক্ষোভ অবরোধ কর্মসূচি স্থগিত করে গেট ছেড়ে দিয়েছি। এতেও যদি মন্ত্রণালয় থেকে আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনের ডাক দিবো।
এবিষেয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে বলেন, আমরা পরীক্ষার্থীদের দাবিগুলো শুনেছি। সেগুলো আমরা কর্তৃপক্ষকে জানাবো।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
বিই/পিডি/টিসি