ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অধ্যাপক লোকমান হাকিমের ইন্তেকাল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
অধ্যাপক লোকমান হাকিমের ইন্তেকাল 

চট্টগ্রাম: বিশিষ্ট কলামিস্ট, লেখক, রাউজান উপজেলার সাবেক চেয়ারম্যান, রাউজানের কৃতি সন্তান অধ্যাপক লোকমান হাকিম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৭টার সময় কুমিল্লার একটি ক্লিনিকে তিনি মারা যান।

 

মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তান, সহধর্মিনী, নাতি-নাতনি ও আরো অনেক শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।  

এছাড়াও তিনি স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির উপদেষ্টা, কুমিল্লা প্রশিকার সাবেক পরিচালক ও পেইজ (এনজিও) এর নির্বাহী পরিচালক, কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার বাদ আসর কুমিল্লায় প্রথম নামাজে জানাজা কুমিল্লা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।  

মরহুমের ছোট ভাই নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম জানান, তাঁর দুই সন্তান দেশের বাইরে থাকেন। বাবার মৃত্যু সংবাদ জানার পর তারা দেশের পথে রয়েছেন। ছেলেরা দেশে পৌঁছালে আগামীকাল (শুক্রবার) বাদ মাগরিব রাউজানে মরহুমের নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজার পর দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।