চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম। এ সঙ্কটকালীন সময়ও মানুষকে জিম্মি করে দ্রব্যমূল্য বৃদ্ধির একাধিক অভিযোগ আসে উপজেলা প্রশাসনে।
রোববার (১৩ আগস্ট) সকালে সাতকানিয়া উপজেলার বাংলাবাজার ও দেওদিঘী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বাংলাবাজারে ৭টি মামলায় ৭ জনকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
বিই/পিডি/টিসি