ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ ছিবি প্রতীকী

চট্টগ্রাম: সিএনজি অটোরিকশা বিক্রির পর মালিকানার সঠিক কাগজপত্র না দেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান নামে এক ট্রাফিক পুলিশের সার্জেন্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  

রোববার (১৩ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতের মামলাটি করেন নগরের চান্দগাঁও এলাকার ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন।

 

আসামি মোস্তাফিজুর রহমান, নগর ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগে কর্মরত আছেন।  

মামলার অভিযোগে বলা হয়, বিক্রয় ডটকমে একটি সিএনজি অটোরিকশা বিক্রির বিজ্ঞাপন দেখে মোস্তাফিজুর রহমান অভিযুক্ত ট্রাফিক পুলিশ সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করেন।


গত ১ মে নগরের চান্দগাঁও আরাকান রোড এলাকা দোকানে এসে পুলিশ সার্জেন্ট গাড়িটির মুল্য বাবদ ৬ লাখ ৩০ হাজার নগদে নেন। কিন্তু সিএনজি অটোরিকশা বিক্রি করে মালিকানার সঠিক কাগজপত্র দেওয়া হয়নি। অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট হওয়ায় সবকিছু ঠিকঠাক করে দেবেন বলে আশ্বস্ত করেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট এরফানুল হক জানান, সিএনজি অটোরিকশা বিক্রি করে মালিকানার সঠিক কাগজপত্র না দেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান নামে এক ট্রাফিক পুলিশের সার্জেন্টের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। আদালত শুনানি শেষে বাদীর বক্তব্য গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।