চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সী ইদ্রিস মিয়া ও ৩৪ বছর বয়সী সানজিদা আক্তার নামে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৯২ জন।
সোমবার (১৪ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যুর খবর জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে রোববারও একজনের মৃত্যু হয় ডেঙ্গুতে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মৃত দুই জনের মধ্যে ইদ্রিস মিয়া নগরের সিএসসিআর হাসপাতালে গত ১১ আগস্ট ভর্তি হন। অন্যদিকে সানজিদা আক্তার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে গত ৩ আগস্ট ভর্তি হন। দুইজনই গতকাল রাতে মারা যান।
এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৩৬ জন। এর মধ্যে আগস্ট মাসে মারা গেছে ১১ জন।
এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৯২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতালে ২৭ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৪৫ জন।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এমআর/পিডি/টিসি