চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সিইউজে কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে এখনো সক্রিয় পনের আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীরা।
সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।
সিইউজের যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও মোস্তাক আহমেদ, সিইউজের সিনিয়র সহ-সভাপতি রুবেল খান, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ।
এসময় উপস্থিত ছিলেন সিইউজের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, সিইউজের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক, প্রতিনিধি ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান এম সরওয়ারুল আলম সোহেল, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ ফারুক, দৈনিক পূর্বদেশ ইউনিটের সাবেক প্রধান তুষার দেব, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ, সিইউ এক্স জার্নালিস্টস নেটওয়ার্কের সভাপতি হামিদ উল্লাহ প্রমুখ।
এর আগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এমআর/টিসি