চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: মূল ফটকে তালা দিলে শাস্তির বিধান থাকলেও ফের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ আন্দোলন করছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এ সময় তারা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি জানান।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
তালা দেওয়া পক্ষ দুটি হলো- ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ ভিএক্স ও বিজয়।
চবি ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, পুরাতন কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে আমাদের এ আন্দোলন। দাবি আদায়ের বিষয়ে কোনো আশ্বাস না পেলে অনির্দিষ্টকালের এ অবরোধ চলবে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এমএ/পিডি/টিসি