ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জনগণ যদি শক্তি হয়ে থাকে বিদেশিদের কাছে ধর্না কেন, প্রশ্ন ভূমিমন্ত্রীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
জনগণ যদি শক্তি হয়ে থাকে বিদেশিদের কাছে ধর্না কেন, প্রশ্ন ভূমিমন্ত্রীর

চট্টগ্রাম: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, সাংবিধানিকভাবেই আগামী জাতীয় নির্বাচন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।

আর নির্বাচনে জনগণই নির্ধারণ করবে, তারা কাকে ক্ষমতায় আনবে। আমার আত্মবিশ্বাস আওয়ামী লীগ দেশে এতই উন্নয়ন করেছেন, যার ফলশ্রুতিতে জনগণ আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় আনবে।
সুতরাং আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠ আওয়ামী লীগের দখলে থাকবে।

শনিবার (১৯ আগষ্ট) কর্ণফুলীর এ জে চৌধুরী কলেজ মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বিএনপির উদ্দেশ্যে বলেন,  জনগণ যদি শক্তি হয়ে থাকে বিদেশীদের কাছে আপনারা ধর্না দিচ্ছেন কেন? তারা গণতন্ত্র কখনো বিশ্বাস করে না, কখনো করেও নাই। সুতরাং ভাঁওতাবাজি বন্ধ করেন।  

ভূমিমন্ত্রী বলেন, ৭৫ এর পরবর্তী জিয়াউর রহমান পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করেছে এবং তারা আবারও ষড়যন্ত্রে করে যাচ্ছে। তাদের আন্দোলনে আমরা ভয় পাই না। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে, বাংলাদেশ ততদিন শান্তিতে থাকবে, বাঙালি জাতি ততদিন শান্তিতে থাকবে। শেখ হাসিনা সরকার বার বার দরকার।  

দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো: দিদারুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম, সা: সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী।  

দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: জহুরুল ইসলামের সঞ্চলনায় শোক সভার আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: সাইফুর রহমান সোহাগ।  

শোক সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।