ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, হাসপাতালে ভর্তি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
চবি শিক্ষার্থীকে বেধড়ক মারধর, হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: কথা কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহতের পর মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় এক দোকানির বিরুদ্ধে।  

শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাত চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী শাহরিয়ার শাকিল চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।  

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় অবস্থিত মালেক স্টোরের মালিক।

এদিকে আহত অবস্থায় সহপাঠীরা বিশ্ববিদ্যালয় মেডিক্যালে নিয়ে এলে অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগীর সহপাঠীরা জানান, রেলক্রসিং এলালাকার একটি দোকানে শাকিলের সঙ্গে দোকানির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদারসহ আরও চার পাঁচজন তাকে রড দিয়ে উপর্যুপরি মারধর করতে থাকেন। এ সময় শাকিলের পায়ে রড ঢুকিয়ে দেওয়া হয়। এছাড়া হাতে, মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন তিনি। শাকিলের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করেন হামলাকারীরা।

চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, আমরা বিষয়টি জেনেছি। ভুক্তভোগীর বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছি। লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।