ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাজা থেকে বাঁচতে আত্মগোপনে, অবশেষে ধরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
সাজা থেকে বাঁচতে আত্মগোপনে, অবশেষে ধরা ...

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকা থেকে দুইটি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আবদুল রবকে গ্রেফতার করেছে পতেঙ্গা থানা পুলিশ।  

রোববার (২০ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে আসকারাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আবদুল রব, নগরের পতেঙ্গা থানার কাঠগড় মুসলিমাবাদ এলাকার বাসিন্দা।  

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বাংলানিউজকে বলেন, এক মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা  এবং অন্য মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা হওয়ার পর আসামি মো. আবদুল রব আসকারাবাদ এলাকায় আত্মগোপনে চলে যায়।

রোববার (২০ আগস্ট) রাত সোয়া বারটার দিকে অভিযান চালিয়ে সাজা পরোয়ানা মূলে মো. আবদুল রবকে গ্রেফতার করা হয়।   

দুইটি মামলায় ২ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকার জরিমানার সাজা পরোয়ানামূলে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।