চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে ফ্লাইট আসার পর উদ্ধার হয়েছে ৬টি স্বর্ণের বার। এ ঘটনায় জড়িত সন্দেহে শুল্ক গোয়েন্দার এক রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে।
সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় শারজাহ থেকে আসা এক যাত্রী ওই স্বর্ণের বার নিয়ে টয়লেটে ঢুকেছিলেন। এরপর ওই কর্মকর্তা সেখানে যান।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বাংলানিউজকে বলেন, স্বর্ণের বারগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল না কেউ এনে দিয়েছিল নিশ্চিত হতে তদন্ত হচ্ছে। আশাকরি, তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসবে।
এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক ভারতীয় নাগরিকের গেঞ্জিতে পেস্ট আকারে লুকানো ৫৬০ গ্রাম স্বর্ণ এবং ৪২১ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৫২ ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামে আসেন ওই যাত্রী। চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এআর/পিডি/টিসি