চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলায় বেশি দামে পণ্য বিক্রি করায় ৬ দোকানিকে জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরের দিকে সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাজার এলাকায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে বলেন, বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা ও ধার্য করা মূল্যের বেশি দামে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মোট ৬টি মামলায় ৬ জনকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মা-মনি ট্রেডার্সকে ৫ হাজার টাকা, গণেশ ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা, দুর্গা স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স মোরশেদ স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স নেজাদ ট্রেডিং কে ৫ হাজার টাকা, মেসার্স নিউ শাহ মালেকিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
বিই/পিডি/টিসি