চট্টগ্রাম: নগরে পণ্যের মূল্য তালিকা ও বিক্রয় মূল্যের অসঙ্গতিসহ নানা কারণে তিন প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বুধবার (২৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পিঁয়াজের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে খাতুনগঞ্জে এ অভিযান পরিচালনা করেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
এ বিষয়ে পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, এ সময় কৃষি বিপণন অধিদফতরের লাইসেন্স না থাকা, পণ্যের মূল্য তালিকা ও বিক্রয় মূল্যের অসঙ্গতি এবং পাইকারদের ক্রয়রশিদ না থাকায় ৩টি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৯(১)-ক ধারায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও বলেন, একশ্রেণির মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে পেঁয়াজের বাজার কিছুটা অস্থিতিশীল রয়েছে। পেঁয়াজসহ অন্যান্য নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনসাধারণের ক্রয়সীমার মধ্যে রাখতে প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
বিই/পিডি/টিসি