চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ বছর বয়সী জুলেখা আক্তার ও ১৮ বছর বয়সী হিরা মিয়া নামে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৯ জন।
বুধবার (২৩ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যুর খবর জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মৃত দুই জনের মধ্যে জুলাখা আক্তার গত ২০ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন।
এনিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৫০ জন। এর মধ্যে চলতি আগস্ট মাসে মারা গেছে ২৫ জন।
এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৭৯ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫০ জন এবং বেসরকারি হাসপাতালে ২৯ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৪৬ জন।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এমআর/পিডি/টিসি