চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, তারেক রহমান ২১ আগস্টের গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী। বিচারিক রায়ে তার যে শাস্তি হয়েছে সেই শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হালিশহর থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং এটাই আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিধান্ত অনুযায়ী প্রতিটি থানা, ওয়ার্ড, ইউনিট পর্যায়ে যারা পদ পদবী নিয়ে দায়িত্বে আছেন তাদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।
হালিশহর থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফয়েজ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কায়সারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু।
সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
পিডি/টিসি