চট্টগ্রাম: ফটিকছড়িতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় জাহানারা বেগম (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের সৈয়দা স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে। জাহানারা বেগম ফটিকছড়ি পৌরসভার রাঙামাটিয়ার জাগির হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি বাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে বাসটি আটক করে হাইওয়ে পুলিশের জিম্মায় দিয়ে দেন।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ বাংলানিউজকে জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির বাসের চাপায় জাহানারা বেগম নামের এক নারী মারা গেছেন। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের ‘সড়ক দুর্ঘটনায় মৃত্যু’ রিপোর্টের ভিত্তিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এআর/পিডি/টিসি