ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই আ.লীগের লক্ষ্য

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই আ.লীগের লক্ষ্য ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সাড়ে ১৪ বছরে দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আনতে হবে।

২০৪১ সালে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে আওয়ামী লীগ সরকার। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।
 

শুক্রবার (২৫ আগস্ট) সকালে নগরের সরাইপাড়ায় ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মহিউদ্দিন বাচ্চুর ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে এক হাজার অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে এই পর্যন্ত আসা। এই সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। একটি বাড়ি-একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক, আমার অফিসে গ্রাম-আমার শহর, নানা সামাজিক নিরাপত্তামূলক কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।  এখন গ্রাম আর গ্রাম নেই, সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে হবে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই আওয়ামী লীগের লক্ষ্য।  

এ সময় উপস্থিত ছিলেন নূরুল আমিন, ডা. নূরুল ইসলাম, আমিনুল হক সওদাগর, নূর নবী তালুকদার, জমির উল্লাহ, আলমগীর আলম ও মুজিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়:২২১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।